শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি বিকাশ করতে শিশুদের মসজিদে আনার আহ্বান জানান জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে জয়পুরহাট শহরের পাঁচুরচক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সম্প্রসারিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপনে তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গুলজার হোসেন, জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।
ভিত্তি প্রস্তর শেষে একই এলাকায় ‘পাঁচুরচক রুপালি সংঘ ও পাঠাগার’ পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এনএ/