26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মহাকাশে বাঁধ নির্মাণ করতে চায় চীন

সীমানাপ্রাচীর নির্মাণ করে বিশ্ব রেকর্ড করা চীন এবার মহাকাশেও বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির সরকার জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জোগান রাখতে তারা এ উদ্যোগ নিয়েছে।

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এরই মধ্যে মহাকাশে বাঁধের নকশাও প্রকাশ করেছে চীন সরকার। তবে এটি কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়েই সংশয় রয়েই যায়।

মহাকাশে বাঁধ নির্মাণের পরিকল্পনাকারী বিজ্ঞানীর নাম লং লেহাও। রকেট বিজ্ঞানী লং লেহাও তাঁর প্রকল্পের নাম দিয়েছেন ‘থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট অন আর্থ’। ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর জিয়োস্টেশনারি কক্ষপথে এক কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা করেছে লং লেহাওয়ের নেতৃত্বাধীন গবেষক দল।

গবেষকেরা বলছেন, দিন-রাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না। সব সময় সেখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে।

গবেষক লং লেহাও বলেছেন, আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ভূপৃষ্ঠের ২২ হাজার ৩৭০ মাইল উপরে জিয়োস্টেশনারি কক্ষপথে সৌর প্যানেল বসানো হবে। সেখান থেকে আমরা যে সৌরশক্তি পাব তা এক বছরে উত্তোলন করা অপরিশোধিত তেলের সমান হবে।

লং লেহাও আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেটের প্রয়োজন হবে। আমরা এমন রকেট তৈরি করতে চাচ্ছি, যেটি ভারী বস্তু বহনে সক্ষম হবে।

আপাতত দুটি রকেট নির্মাণের কাজ চলছে। একটির নাম ‘সিজেড-৫’ এবং দ্বিতীয়টির নাম ‘সিজেড-৯’। দ্বিতীয় রকেটটির মাধ্যমেই মহাশূন্যে সৌর প্যানেল বসানো হবে বলে জানান লং লেহাও।

তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষকেরা বলছেন, এ ধরনের প্রকল্প মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক।

দেখুন- মহাকাশে বিশাল আয়না

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন