প্রায় ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আগামী মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন। নাসা এ তথ্য জানিয়েছে। গত বছরের জুন মাসে পাড়ি দেওয়ার পর তারা আটকে পড়েছিলেন, তবে অবশেষে তারা ফিরে আসতে যাচ্ছেন।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) ভোরে আইএসএসে পৌঁছানো স্পেসএক্স ক্রু ড্রাগন জাহাজে তারা পৃথিবী ফিরে যাবেন। তাদের সঙ্গে থাকবেন আরও একজন আমেরিকান এবং একজন রুশ মহাকাশচারী।

নাসা জানিয়েছে, মহাকাশ সুনীতা এবং বুচের অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হবে।
বাংলাদেশ সময় সকাল থেকেই এই অবতরণ প্রক্রিয়া দেখা যাবে নাসার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সময় তাদের মহাকাশযানটির দরজা বন্ধ হয়ে যাবে এবং এই স্টেশন থেকে সরে আসার প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী সময়ে শুরু হবে তাদের পৃথিবীতে ফিরে আসার চূড়ান্ত অবতরণ প্রক্রিয়া।
সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর গত জুন মাসে র উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। তাদের ফেরার কথা ছিল আট দিনের মধ্যে, তবে তাদের বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার কারণে তাদের পৃথিবীতে ফেরার সময় পেছাতে থাকে। এই কারণে তাদের আটকে থাকা সময় ৯ মাসে দীর্ঘায়িত হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন বার্তা পাঠিয়েছেন সুনীতা ও বুচ এবং সাংবাদিক বৈঠকও করেছেন।
বিশ্বজুড়ে তাদের ফেরার অপেক্ষায় রয়েছে সবাই। তাদের এ দীর্ঘ যাত্রা এবং পৃথিবীতে ফিরে আসার জন্য বৈজ্ঞানিক মহলসহ সকলের আগ্রহ রয়েছে।
পড়ুন: আটকে পড়া সুনীতাদের ফেরাতে রওনা দিল মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০
দেখুন: থেকে আনা পানি পড়া দিলেন স্যাটেলাইট বাবা ডা.এজাজ | চাঁদের হাট |
ইম/