39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

মহানবীর কটুক্তিকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

মহানবী (সা.) কে নিয়ে ফেইসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের ২০২৩ সনে সহ-সভাপতি ছিলেন। অনিকের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে এবং সুনীল সাহার ছেলে।

তিনি বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করেন। এরই পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারী কলমাকান্দায় হেফাজত ইসলাম ও তৌহিদী জনতাসহ জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলনের উদ্যোগে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবী জানানো হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিবের দায়িত্বপ্রাপ্ত গাজী আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।

পড়ুন : মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল

দেখুন : মহানবীকে নিয়ে মন্তব্যকারী কে এই নুপুর শর্মা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন