24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সুপ্ত সাহা অনিক এবং অংকু রায় কতৃক মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল করেছে।

অভিযুক্তদের একজন সুপ্ত সাহা অনিক কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ চত্বর থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কলমাকান্দা উপজেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা জুমার নামাজ শেষে ঈমানী দায়িত্ব হিসেবে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশ ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মোতালিবের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা বীন ইয়ামিন।

এতে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহিম রুহী, খেলাফত আন্দোলনের জেলা আমীর মাওলানা খাইরুল বাশার, নায়েবে আমীর, মাওলানা মোস্তফা আহমাদ জিহাদী, জমিয়ত নেতা মাওলানা আবুল কাসেম।

তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন, সাংবাদিক নাজমুশ শাহাদাত নাজু, মুহাম্মাদ আবুল বাশার হাদী, মুফতি মুসা, মাওলানা হযরত আলী হাফেজ কারী আরিফ বিল্লাহ প্রমুখ।

পড়ুনঃ ঈদে মিলাদুন্নবি, মহানবীর আগমনের দিন

দেখুনঃ মহানবীকে নিয়ে মন্তব্যকারী কে এই নুপুর শর্মা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন