39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

জাতিসংঘ মহাসচিব ইউএন হাউজ উদ্বোধন করলেন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন।

আজ শনিবার (১৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর আন্তোনিও গুতেরেস জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

এ সময় শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

এর আগে, গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) ও বাংলাদেশের মধ্যে একটি বৈঠকে অংশ নেন।

তার পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। এরপর তিনি তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, গুতেরেস গত বৃহস্পতিবার বিকেলে চারদিনের সফরে ঢাকায় আসেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাগত জানান।

এনএ/

দেখুন: কেন জাতীয় পার্টিকে কুলাঙ্গার বললেন বিএনপির যুগ্ম মহাসচিব!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন