২০/০৬/২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫৮ নম্বর ব্যাটালিয়নের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে কোনো আসামি আটক না হলেও বিজিবি জানায়, মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৮ জুন) বিকাল আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের গয়েশপুর বিওপি’র আওতাধীন সীমান্ত-৬৮/৪-এস এর ৫০ গজ বাংলাদেশের ভেতরে গয়েশপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ ইকতার আলীর পেয়ারাবাগানে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েক মোঃ মাসুদ কবির।


এরপর রাত ৮টা ৪৫ মিনিটে জীবননগর বিওপি’র অধীন দাঙ্গাপাড়া গ্রামের পাকা রাস্তার পাশে শুকনা ডালের স্তূপ থেকে আরও ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ খলিলুর রহমান।

অপরদিকে, ৯ জুন ভোররাতে বেনীপুর বিওপি’র আওতাধীন নবর্দূগাপুর গ্রামের স্কুলের পাশে আরজাম মেম্বারের আমবাগানে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ মাহফুজ রহমান।

সবগুলো অভিযানে মাদকদ্রব্যগুলো আসামীবিহীন অবস্থায় উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : মহেশপুরে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন