০৮/১১/২০২৫, ০:০৩ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার ও দুই বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় নারী ও শিশুসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গত ২৪ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে মানিকপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার ভুইঁয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪ বোতল ভারতীয় মদ ও ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

একই দিন রাত ১১টা ২০ মিনিটে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৪০০ গজ ভেতরে জীবননগরপাড়া গ্রামের পাকা সড়কের পাশ থেকে ১৯৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিন। এখানেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

২৫ আগস্ট (রোববার) সকাল ১১টা ৩০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত এলাকায় নিয়মিত টহলকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়। সীমান্ত পিলার ৬০/৪১-আর থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের একটি বাঁশবাগান থেকে তাদের আটক করে টহল দল। আটককৃতদের মধ্যে একজন নারী এবং একজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃত দুই বাংলাদেশিকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে বলে নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন