ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত বেনিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া, মানবপাচার রোধ, বিএসএফ কর্তৃক পুশ-ইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।
মহেশপুর (৫৮) বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের বৈঠক হয়েছে। আশা করি সীমান্তসংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।
বৈঠকের শেষে উভয় ব্যাটালিয়ন সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ২ কিলোমিটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

