27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

মাগুরায় শিশু ধর্ষণের আসামীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন, মহাসড়কে বিক্ষোভ

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলা শহরের নান্দুয়ালী চরপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটির মৃত্যুর খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে হামলা চালায়। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

এদিকে ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছে স্থানীয় জনতা। রাত ৮টার দিকে তারা মাগুরা শহরের ভায়না মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর বাড়ি নান্দুয়ালী চরপড়া এলাকায়। সেই বাড়িতে বেড়াতে গিয়েই শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের। অভিযুক্ত আসামিরা হলেন, শিশুটির বোনের স্বামী সজিব (১৮), ভাশুর রাতুল শেখ (২০), শ্বশুর হিটু শেখ ও শাশুড়ি জাহেদা বেগম।

বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ধর্ষণের শিকার শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সামরিক হেলিকপ্টারে করে শিশুটির মরদেহ নিজে জেলা মাগুরায় নেয়া হয়। সেখানে দুইদফা জানাজা শেষে রাত ৮টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

পড়ুন : মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন