18 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

মাঙ্কিপক্স মহামারির শঙ্কা নেই; বাংলাদেশ সীমান্তে সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এমপক্স বা মাঙ্কিপক্স কোভিডের মতো মহামারি আকারে ছড়ানোর শঙ্কা নেই। এদিকে, বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির পর, বাংলাদেশও সতর্ক অবস্থানে। বিদেশ থেকে যারা আসছেন, তাদের পরীক্ষা করা হচ্ছে।

করোনার পর, আরেক উদ্বেগের নাম এমপক্স বা মাঙ্কিপক্স। আফ্রিকার দেশ কঙ্গোয় এবার প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। যা ছড়িয়েছে ইউরোপ আর এশিয়ায়।

এরই মধ্যে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার গতি করোনার মত নয়। এটি ছড়ায় ত্বক থেকে ত্বকে। আক্রান্ত ব্যক্তির ত্বকে দৃশ্যমান ক্ষত দেখা যায়।

এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে বাংলাদেশ। বিমানবন্দর ছাড়াও বিভিন্ন স্থল বন্দরের ইমিগ্রেশনে চলছে যাত্রীদের পরীক্ষা। কাজ করছে মেডিক্যাল টিম। সতর্ক অবস্থানে বেনাপোল বন্দরের কর্মকর্তারা।

এমপক্সের ক্লেড ওয়ান-বি ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়ায়। তাই বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ রয়েছে জরুরি সতর্কতায়।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে এমপক্স ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বছর বাংলাদেশে আটজনকে সন্দেহ করা হলেও, পরীক্ষায় এমপক্স শনাক্ত হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন