১৩/০৬/২০২৫, ১৩:১০ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:১০ অপরাহ্ণ

অবৈধভাবে মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগরের শমসের গাজীর গুহা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার (১২ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাটি কেটে তা ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে মাটি কাটার প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন অভিযুক্ত ব্যক্তিকে ২,০০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।

এনএ/

দেখুন: এখনও মাটির বিস্কুট খাওয়া হয় মৌলভীবাজারে 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন