আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর এর উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবির এর সার্বিক নির্দেশনা এবং পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ নাজির উল্লাহ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত একটি চৌকস টিম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত ফজলে রহমান এর পুত্র মোঃ মকবুল হোসেন (৭০) এর জমি থেকে নিষিদ্ধ মাদক পপি গাছের চারা উৎপাদনের ক্ষেত বিনষ্ট করা হয়েছে।

পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর মাদকদ্রব্য এই নিষিদ্ধ পপি গাছের চারা উৎপাদনের ক্ষেত বিনষ্ট করার সময় তিনি বলেন,
এই পপি গাছ থেকে নেশাজাত দ্রব্য আফিম এবং পরবর্তীতে এই আফিম থেকে ভয়ংকর মাদক হিরোইন তৈরি করা হয় এই পপি গাছের ফল থেকে। পপি গাছ আমাদের বাংলাদেশে চাষাবাদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এই জমির মালিক মোঃ মকবুল হোসেন-কে প্রাথমিকভাবে সতর্ক করে তার ক্ষেত থেকে নিষিদ্ধ পপি গাছের সকল চারা কেটে বিনষ্ট করা হয়।

জমির মালিক মকবুল হোসেন তিনি বলেন, এই গাছের চারা থেকে রান্নার মসলার কাজে ব্যবহৃত পোস্তদানা তৈরির উদ্দেশ্যে আমি এই গাছ লাগিয়েছি। কিন্তু আমার জানা ছিল না এই গাছের চারা আমাদের দেশে উৎপাদন একেবারেই নিষিদ্ধ। আমি আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে জানতে জানতে পারলাম যে, এই পপি গাছ থেকে ভয়াবহ মরণ নেশার বিভিন্ন নেশাজাত দ্রব্য তৈরি করা যায়। তাই আগামীতে আমি এবং আমার এলাকায় অন্য কেউ যেন এই ধরনের নিষিদ্ধ পপি গাছের চারা উৎপাদন না করে সে বিষয়টি গুরুত্বের সাথে দেখব।
পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উত্তেজনা, কার্যালয়ে অবরুদ্ধ ডিজি
দেখুন: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ |
ইম/