চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্প এখন মাদকসেবীদের আড্ডাখানা। বরাদ্দের অভাবে নেওয়া যাচ্ছেনা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বেশ কয়েকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরিত্যক্ত ভবনগুলোর বিষয়ে ব্যবস্থার কথা জানালেও, নেই কোন উদ্যোগ।
চট্টগ্রামের পাহাড়তলী হাজী ক্যাম্প। ৫০ দশকের শুরুতে পাহাড়তলীতে ৯ দশমিক ৩৫ একর জমি নিয়ে নির্মিত হয় এই ক্যাম্প। এক সময় হাজার হাজার হাজীর পদচারণায় মুখরিত এই ক্যাম্প এখন পরিত্যক্ত মাদকসেবীদের আড্ডাখানা।
বর্তমানে এই হাজি ক্যাম্পে ঢুকতে চোখে পড়ে ভুতুড়ে এক পরিবেশ। পাঁচটি বিশাল পরিত্যক্ত ভবন। স্থানীয় বখাটে মাদকসেবীরা খুলে নিয়ে গেছে দরজা জানালা।
এলাকাবাসীর অভিযোগ, মদ,গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদকসেবীদের আড্ডা হয় এখানে।
চট্টগ্রাম হাজি ক্যাম্প এখন সম্পূর্ণ ব্যবহার অযোগ্য। পর্্যাপ্ত জনবলের অভাবে পাহাড়া দেয়া কষ্টকর হয়ে যাচ্ছে বলেও জানালেন- চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দীন মোঃ আবু আহসান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশের মোট হজ্বযাত্রীর ৪ ভাগের ১ ভাগের বেশী চট্টগ্রাম বিভাগের।