ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাঠামোয় ওয়ারী বিভাগ সবসময়ই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আর এই ওয়ারী বিভাগের মধ্যে দিন দিন কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যাত্রাবাড়ী থানা। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে অপরাধীদের আনাগোনাও বেড়েছে। তবে সম্প্রতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর মাদকচক্রে নেমে এসেছে ভয়ের ছায়া। কারণ, তিনি মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন কঠোর ‘জিরো টলারেন্স’।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কঠোর ঘোষণা দিয়েছেন তিনি। স্পষ্টভাবে জানান, এলাকার যুবসমাজকে রক্ষায় মাদক কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি নীরব ঘাতক। আমি দায়িত্ব নিয়েছি, আর আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে মাদকমুক্ত যাত্রাবাড়ী থানা এলাকা গড়ে তোলা।”
যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার আরও বলেন, “যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তারা হয় আত্মসমর্পণ করুক, নয়তো কঠোর আইনি ব্যবস্থার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুক। আমার প্রশাসন মাদকের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর।”
তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান—একযোগে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
এছাড়া তিনি জানান, খুব শিগগিরই থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হবে। এই অভিযানে সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হবে এবং স্কুল-কলেজের আশপাশে বিশেষ টহল দল মোতায়েন করা হবে, যাতে যুবসমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পায়।
ওসির এই কঠোর অবস্থানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, তার উদ্যোগে এলাকা দ্রুতই মাদকের অভিশাপ থেকে মুক্তি পাবে।
পড়ুন : যাত্রাবাড়ী থানার ২ হত্যা মামলায় আনিসুল হক-মামুনসহ ৫ জন রিমান্ডে

