35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

মাদক সেবনে বাঁধা, সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এহিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা।

গতকাল রবিবার (২ মার্চ) দুপুরে উপজেলার মালিয়াট ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার ৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সাবেক সেনা সদস্যের ভাই সুলাইমান হোসেন।

এজাহারে রাড়ীপাড়া গ্রামের মৃত তমেজ আলীর ছেলে মো: মাসুম (২৮), বাবর আলী মন্ডলের ছেলে আমির আলী (৫৬), মিন্টুর ছেলে রিফাত হোসেন (২২), আমির আলীর স্ত্রী মোছাঃ মঞ্জুরা বেগম (৪৮), মিন্টুর স্ত্রী রিনা বেগম (৩৮), তমেজ আলীর স্ত্রী সমত্ত্বভান (৫৫) কে আসামি করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুরে এহিয়ার রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন।

সে সময় আসামিরা সিরাজুল ইসলামের পথে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিষয়টি বুঝতে পেরে এহিয়ার রহমান সেখানে উপস্থিত হয়ে তাদের থামানোর চেষ্টা করে ও চাচাতো ভাই সিরাজুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তখন পেছন থেকে তার ওপর দেশীয় অস্ত্র, রামদা, হাতুড়ি, চাপাতি লোহার রড দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। 

আসামিরা এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায়।

এহিয়ার রহমান তাদের এই কর্মকাণ্ডের দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছিল। এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালায়। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘একজন আসামিকে আটক করা হয়েছে। বাকিদেরকে আটকের অভিযান চলছে।’

এনএ/

দেখুন: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন