27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

গাঁজা ও প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২ লক্ষ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারির সক্রিয় সদস্য মো. মাছুম (৩০) কে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি।

গতকাল বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টায় যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবির তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের টিম যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টায় গাঁজা পরিবহনকারী প্রাইভেটকারকে আটক করে ডিবি পুলিশ এবং পালানোর চেষ্টার সময় মাদক কারবারি মাসুমকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

এ ঘটনার পর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম স্বীকার করেছে যে, সে পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ডিবি-উত্তরা বিভাগের অধিনায়ক জানিয়েছেন, মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং এমন অভিযানগুলো নিয়মিতভাবে পরিচালিত হবে।

এনএ/

দেখুন: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন