জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে। রাণীশংকৈল উপজেলার ভরনিয়া দারুল হাদিস ওয়াদ্ দাওয়া আস্ সালাফিয়্যাহ মাদ্রাসার এতিমখানা মহিলা হোস্টেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সভাপতি আবদুল করিম পলাতক।
দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানা ধরণের খাবার এনে দিতেন মাদ্রাসা সভাপতি আব্দুল করিম। ঘটনার দিন রাতে মাদ্রাসা হোস্টেলে তিনজন ছাত্রী অবস্থান করছিলেন। একটি বোতলে জুস এনে ছাত্রীদের খেতে দেন সভাপতি। পরে ছাত্রীরা সেই জুস পান করে অচেতন হয়ে ঘুমিয়ে পড়লে, পাশবিক নির্যাতন চালান মাদ্রাসা সভাপতি।
ঘটনার পর মামলা না করতে হুমকি-ধমকি দেয় অভিযুক্ত সভাপতির লোকজন। বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মামলা করেছেন এক ছাত্রীর বাবা। এরপর থেকেই পলাতক আব্দুল করিম।
মাদ্রাসা হোস্টেলে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।
দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।