০৮/০৭/২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ

দাগনভূঞার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণে ৩১ টন লবণ সরবরাহ

ফেনীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে অগ্রিমভাবে লবণ সরবরাহ করেছে জেলা প্রশাসন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম জানান, “চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগে থেকেই লবণ সরবরাহ করা হয়েছে। এতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন প্রয়োজনীয় লবণের সংকটে না পড়ে, তা নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও জানান, উপজেলার মোট ১৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩১ টন লবণ বিতরণ করা হয়েছে। চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান ইউএনও।

উল্লেখ্য, ঈদুল আজহার পর কোরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষিত না হলে তা নষ্ট হয়ে যায়, যার ফলে দেশের চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এ সমস্যা রোধে সরকারের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএ/

দেখুন: মাদ্রাসা ছাত্রীর র’হ’স্য’জ’ন’ক ঘটনার সঠিক কারন জানতে চায় পরিবার

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন