27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
বিজ্ঞাপন

মানিকগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ

মানিকগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ ওঠার পর তাকে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে। প্রমাণিত হলে প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের সদরের ৭৩ নম্বর মান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেন। গত ২৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানায় স্কুলটির ছাত্রীদের অভিভাবকর


লিখিত অভিযোগে তারা জানান, নিজ বাড়িতে কোচিং সেন্টারে ছাত্রীদের গায়ে হাত দেন বিল্লাল। বাসায় না জানাতে ভয়ও দেখান শিক্ষার্থীদের।

আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ ছিলো। পারিবারিক ক্ষমতার দাপটে তার বিচার মেলেনি।

অভিযুক্ত মো. বিল্লাল হোসেন সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

মানিকগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি করেছেন অভিযুক্ত শিক্ষককে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।

অভিযুক্ত সহকারী শিক্ষক মো.বিল্লাল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাসিন্দা। তার বাবাও ওই একই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন