২০/০৬/২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ

কালাইয়ে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

“অসহায় গরীব দুঃখী মানুষের পাশে আমরা আছি”—এই মানবিক স্লোগানকে ধারণ করে জয়পুরহাটের কালাই উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের ভাটাহার, তেলিহার, পাইকপাড়া ও উত্তর তেলিহার এলাকায় নিরব মানবতা কল্যাণ একাডেমীর উদ্যোগে এবং মালয়েশিয়া প্রবাসী ফিরোজ মন্ডলের নিজস্ব অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরব মানবতা কল্যাণ একাডেমীর ম্যানেজার আবুল কালাম আজাদ, সভাপতি ছাদিকুল ইসলাম, সহ-সভাপতি হাসান আলী, সেক্রেটারি মো. জসিম, সাধারণ সম্পাদক তহিদ, ক্যাশিয়ার নিরব এবং উদয়পুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এ বিষয়ে আয়োজক মালয়েশিয়া প্রবাসী ফিরোজ মন্ডল বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপহার গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী ফিরোজ মন্ডলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পড়ুন: চাঁদপুরে গরমে খাবার পানীয় নিয়ে তৃষ্ণার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবকদল

দেখুন: নেত্রকোণায় জমি বিক্রি করে ঘোড়া কিনেছেন বাদশা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন