26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মানুষের কাছে ফিলিস্তিন সংবাদমাধ্যমের খবর পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক

ফিলিস্তিন সংবাদমাধ্যমের খবর মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করছে। বিবিসির খবর

ব্রিটিশ সংবাদমাধ্যমটির এক অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েল-হামাস যুদ্ধ চলার মধ্যে ফেসবুকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। তবে এ অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

বিবিসির তথ্যমতে, মেটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিন–সংক্রান্ত মন্তব্যগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

প্রসঙ্গত, যুদ্ধকালে অডিয়েন্স এনগেজমেন্ট বা শ্রোতা-পাঠক সম্পৃক্ততা বাড়বে বলে ধারণা করা হয়। অথচ ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনি সংবাদমাধ্যমের পাঠক সম্পৃক্ততা ৭৭ শতাংশ কমেছে।

এনএ/

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়

দেখুন: আবারো ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন