20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সে চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল
কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

এ সময় বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে নতুন করে নির্মাণের সুযোগ এসেছে। হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে সে সুযোগ বিনষ্ট না করার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আন্দোলনের সময় যে ঐক্য ছিল ফ্যাসিস্ট বিদায় নেয়ার পর কিছু মানুষ সে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

নির্বাচন হলে দেশের সব সঙ্কট কেটে যাবে মন্তব্য করে তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারেই সমর্থন করছি। তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সঙ্কট কেটে যাবে।

টিএ/

দেখুন: ‘মানুষ ঘোষণাপত্রে হাসিনার ফাঁসি দেখতে চায়’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন