বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা-সংঘাতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সরকারের পতনের আগে করা পুলিশের করা মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। ৫ আগস্টের আগে বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের আসামি করা সেসব মামলায় এখন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। আইনজীবীদের মতে, এমন অসংগতি পুরো মামলাকেই দুর্বল করে দেবে।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে উত্তাল জুলাই। সারা দেশে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ক্ষমতাসীনদের দফায় দফায় সংঘর্ষ। এই সংঘর্ষে ৬৪ জন নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় ৩৪টি মামলা করে পুলিশ। তাতে আসামি করা হয় অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের।
বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের আসামি করা সেসব মামলায় এখন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। এসব মামলার এজাহারের বর্ণনা নিয়েও উঠেছে প্রশ্ন।
এজাহারে যদি উল্লেখ থাকে যে খুনের ঘটনায় বিএনপি-জামায়াত ও কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়িত, সেই মামলায় আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দেখানো কেবল হাস্যকর নয়, এটা আইনত ভুল। মনে করেন সংশ্লিষ্টরা।
গত ১৬ জুলাই নিউমার্কেট এলাকায় নিহত হকার শাহজাহান আলী হত্যা মামলায় ১৪ আগস্ট গ্রেপ্তার দেখানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। একই মামলায় ১৭ আগস্ট গ্রেপ্তার দেখানো হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে।
১৯ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ রিকশাচালক কামাল হত্যা মামলায় ১৫ আগস্ট গ্রেপ্তার করা হয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও সদ্য অব্যাহতি পাওয়া রিয়াল অ্যাডমিরাল মো. সোহাইলকে ২০ আগস্ট গ্রেপ্তার করা হয় পল্টন থানার মামলায়। মামলাটি হয়েছে ২০ জুলাই নবীন তালুকদার নামে এক মুদিদোকানি নিহত হওয়ার ঘটনায়।
আইন বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, অতীতে হয়রানির উদ্দেশ্যে যেভাবে মামলায় জড়ানো হতো, এখনো সেই একই কাজ হচ্ছে। এর ফলে মামলাগুলো দুর্বল হয়ে যেতে পারে।
ফৈজদারী আইনজ্ঞরা বলছেন, খুনসহ যেকোনো ফৌজদারি মামলার অভিযোগ প্রমাণের জন্য দরকার হয় প্রত্যক্ষদর্শী ও দালিলিক সাক্ষ্য। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এতগুলো মানুষ মারা গেলেন, এসব ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত। তা না হলে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ক্ষোভ বাড়বে।