২১/০৬/২০২৫, ২৩:৩৭ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৩৭ অপরাহ্ণ

মারা গেছেন অভিনেতা মুকুল দেব

মারা গেছেন ভারতীয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি; অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যমের খবর, দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় মুকুলের। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৫৪ বছরের এই অভিনেতা। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।

টালিউডে জিতের ভিলেন তথা খলনায়ক হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেতা। টালিউডের একাধিক বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। তার সঙ্গে সব কয়টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা— সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। বাংলা ও হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিও রয়েছে।

পড়ুন: ফরাসি অভিনেতা থিও নাভারোকে নিষিদ্ধ করলো কান

দেখুন: অভিনেতা নিলয়ের বউ হয়েও যে কারণে ব্র‍্যান্ড প্রমোশনে হৃদি 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন