১৯/০৭/২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ

মারা গেছেন কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং সুপরিচিত শিল্পপতি সঞ্জয় কাপুর ৫৩ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার লন্ডনে পোলো খেলার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক মৃত্যুতে হতবাক হয়েছেন নেটিজেনরা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই সঞ্জয় কাপুর এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন। সেই শোকবার্তার রেশ কাটতে না কাটতেই তার উদ্দেশে লেখা শোকবার্তা দেখে অনেকেই হতবিহ্বল।

অভিনেতা ও লেখক সুহেল শেঠ তার ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে সঞ্জয় কাপুরের প্রয়াণের খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। সঞ্জয় কাপুরের বিমান দুর্ঘটনার পোস্টই নয়, তার তিন দিন আগে করা একটি পোস্টও নেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি একটি প্রেরণামূলক উক্তি পোস্ট করেছিলেন, যার মর্মার্থ ছিল— পৃথিবীতে তোমার সময় হাতে গোনা। তাই ‘কী হতে পারে’ তার চিন্তা দার্শনিকদের জন্য রেখে ‘কেন হবে না’ সেটা নিয়ে কাজ করা উচিত। মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে শিল্পপতির এই প্রয়াণ ঘটনায় অনেকেই বিস্মিত এবং শোকস্তব্ধ।

শিল্পপতি হিসেবে জনপ্রিয়তা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সঞ্জয় কাপুর সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দাম্পত্যে সুখ খুঁজে না পেয়ে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন। 

২০০৩ সালে কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সঞ্জয় ও কারিশমার দুটি সন্তান রয়েছে, মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সঞ্জয়। ২০১৭ সালে প্রিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

পড়ুন: কারিশমার সঙ্গে প্রেম, বিয়ে ভাঙার পরে ৫১ বছরেও অবিবাহিত অক্ষয় খান্না

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন