১৫/১১/২০২৫, ২১:৫২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ছান্নুলাল

শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পদ্মবিভূষণপ্রাপ্ত শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮৯ বছর বয়স হয়েছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের এই স্তম্ভের। তিনি ছেলে তবলাবাদক রামকুমার মিশ্র এবং তিন মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী চার বছর আগে মারা গেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে ছোট মেয়ের পরিবারের সঙ্গে মির্জাপুরে থাকছিলেন ছান্নুলাল। এ অবস্থায় বুধবার (১ অক্টোবর) শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

গায়কের মেয়ে নম্রতা মিশ্র জানান, গত ১৭-১৮ দিন ধরে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা ছান্নুলাল। এ অবস্থায় এদিন ভোরে বাড়িতেই মারা যান তার বাবা।

কিংবদন্তি এ গায়কের মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া এক্স-হ্যান্ডেলে এক শোকবার্তায় জানান, ভাগ্যবান যে, সবসময় তার (ছান্নুলাল মিশ্র) স্নেহ ও আশীর্বাদ পেয়েছেন তিনি। ২০১৪ সালে বারাণসী লোকসভা আসন থেকে তার প্রার্থী পদের প্রস্তাবকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৩৬ সালে আজমগড়ে জন্ম নেয়া ছান্নুলাল হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের একজন দিকপাল হয়ে উঠেন। খেয়াল, ঠুমরি, চৈতি, কাজরি ও ভজনের মতো শৈলিতে অসামান্য অবদান রেখেছেন তিনি।

তার বাবা বদ্রি প্রসাদ মিশ্র, সেই সঙ্গে কিরানা ঘরানার ওস্তাদ আব্দুল গণি খান ও ঠাকুর জয়দেব সিংহের কাছ থেকে সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন ছান্নুলাল। বেনারস ঘরানার ও ঠুমরির পূর্ব অঙ্গ ঐতিহ্যের একজন প্রবক্তা ছিলেন ছান্নুলাল। ২০২০ সালে পদ্মবিভূষণ এবং ২০১০ সালে পদ্মভূষণ লাভ করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানের কিংবদন্তী কৌতুক অভিনেতা মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন