24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ

মারা গেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ। ২৬ ফেব্রুয়ারি, বুধবার তার মৃতদেহ উদ্ধার করা হয় নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৯ বছর। পুলিশ জানিয়েছে, তার মৃত্যু শারীরিক জটিলতার কারণে হতে পারে, কারণ সম্প্রতি তিনি লিভার প্রতিস্থাপন করিয়েছিলেন এবং তার পর থেকেই নানা শারীরিক সমস্যা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার একটি ফোনকল পেয়ে তারা অ্যাপার্টমেন্টে যান এবং সেখানে অচেতন অবস্থায় মিশেলকে উদ্ধার করেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। অভিনেত্রীর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি, তবে ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ

শিশু শিল্পী হিসেবে ১৯৯৬ সালে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ ছবিতে অভিনয় শুরু করেছিলেন। এরপর তিনি ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ টেলিভিশন সিরিজে ডন সামারস এবং ‘গসিপ গার্ল’-এ জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত হয়ে ওঠেন। এছাড়া তিনি ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ এবং ‘কিলিং কেনেডি’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।

অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন। ‘গসিপ গার্ল’-এর সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেছেন, মিশেল ছিলেন প্রাণবন্ত, দয়ালু এবং অত্যন্ত মেধাবী। ‘বাফি’-এর সহ-অভিনেতা জেমস মার্স্টার্স বলেন, তার মৃত্যু একটি বিশাল ক্ষতি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল ট্রাকটেনবার্গ আর নেই।” পরিবারের পক্ষ থেকে সবাইকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করা হয়েছে।

পড়ুন: বিবিসিকে ৩ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা করল ভারত

দেখুন: হু/থি ইজ ব্যাক! প্রথমবার মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমানে ক্ষে/প/ণা/স্ত্র হা/ম/লা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন