27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

“মার্চ ফর গাজা”র জোর প্রস্তুতি চলছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে

গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী গণসমাবেশ। আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে “মার্চ ফর গাজা”।

সমাবেশ সফল করতে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। গত মঙ্গলবার থেকেই স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন এবং জেনারেটর বসানোর কাজ শুরু হয়েছে। প্রতিবাদের আওয়াজ সবার কানে পৌঁছাতে উদ্যানজুড়ে লাগানো হয়েছে ২০০টি মাইক।

মঙ্গলবার বিকেলে সরেজমিনে প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সর্বস্তরের জনগণকে মার্চ ফর গাজা সফল করার আহবান জানান।

মার্চ ফর গাজা কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। আয়োজকরা জানিয়েছেন, গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানো ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনমত তৈরির লক্ষ্যেই এই আয়োজন।


এই কর্মসূচি শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের খ্যাতনামা আলেম-ওলামা, ইসলামিক স্কলার, খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিশেষ করে প্রখ্যাত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী এক ফেসবুক পোস্টে দেশের খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা জুমার খুতবায় এই কর্মসূচির বিষয়ে মুসল্লিদের উদ্বুদ্ধ করেন। তার এই আহ্বান ‘মার্চ ফর গাজা’কে একটি জাতীয় পর্যায়ের মানবিক ও ধর্মীয় সংহতির প্রতীকে পরিণত করেছে।

এ ছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বও এক যৌথ বিবৃতির মাধ্যমে কর্মসূচির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। তাদের মধ্যে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক উল্লেখযোগ্য।

পড়ুন : ‘মার্চ ফর গাজা’ নিয়ে জরুরি নির্দেশনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন