30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পানি ও শরবত

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নিতে সকাল থেকেই সমবেত হচ্ছেন অসংখ্য মানুষ। গরমের মধ্যে আসা এসব মানুষকে স্বস্তি দিতে বিনামূল্যে পানি ও শরবত বিতরণ করছে তাওহীদ নামের একটি ফাউন্ডেশন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে সমাবেশস্থল ঘুরে এমন চিত্র দেখা যায়। 

সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখের একটু পাশেই ট্রাকে করে পানি ও শরবত এনেছে ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় তারা মাইকে করে সবাইকে ডাকছেন শরবত পান করার জন্য। তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই এ শরবত পান করছেন।

প্রসঙ্গত, আজ বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও সকাল থেকেই দলে দলে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে ও বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। আশা করা যাচ্ছে, সারাদেশ থেকে কয়েক লাখ মানুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে।

এতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

পড়ুন : মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতিতে জনতার ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন