23 C
Dhaka
বুধবার, নভেম্বর ৬, ২০২৪
বিজ্ঞাপন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

বিজ্ঞাপন

মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জে আহত কয়েকজন সাংবাদিকসহ বহু শিক্ষার্থী। আটকও হয়েছেন অনেকে।

মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক অংশ নেন। এ সময় গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকে দুপুর পর্যযন্ত চট্টগ্রাম আদালতের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের সাথে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতারাও সংহতি জানান। তাদের বাধা দেয় পুলিশ, বাগবিতণ্ডা হলে আটক হন ২ জন।

পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শিক্ষকরাও যোগ দেন।

হবিগঞ্জেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তাদের সঙ্গে সংহতি জানান আইনজীবীরা। সিলেটেও মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। আহত সাংবাদিকসহ অন্তত অর্ধশত। দুই ছাত্রীসহ ১২ জনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। দিনাজপুরে বিক্ষোভ থেকে আটক হয়েছেন ১০ শিক্ষার্থী। ঠাকুরগাঁওয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যশোরেও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল হয়েছে। লাঠিচার্জ ও অন্তত ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহে পুলিশ বেষ্টনীর মধ্যেই ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। টাঙ্গাইলেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের নেতাসহ আর ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন