16 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

মার্চ ফর জাস্টিস: বিভিন্ন জেলায় চড়াও পুলিশ, আটক অনেকে

মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জে আহত কয়েকজন সাংবাদিকসহ বহু শিক্ষার্থী। আটকও হয়েছেন অনেকে।

বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে মাঠে নামে শিক্ষার্থীরা। তাদের লাঠিপেটা করে পুলিশ। আহত হন সাংবাদিকসহ আরও অনেকেই।

সিলেটেও শিক্ষার্থীদের কর্মসূচিতে চড়াও হয় পুলিশ। অনেকে আহত হন।

চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙেছেন আন্দোলনকারীরা। আদালত প্রাঙ্গণে তাদের একদল আইনজীবী বাধা দেন। আরেক দল সংহতি জানান।

ব্যারিকেড ভেঙে আন্দোলন হয়েছে ঠাকুরগাঁওয়েও। এদিকে, সিলেটে হয়েছে বিক্ষোভ মিছিল।

শিক্ষার্থীদের কর্মসূচির নাম দেয়া হয় মার্চ ফর জাস্টিস। সফল করতে, বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যোগ দেন শিক্ষকরাও।

এদিকে, বিক্ষোভ হয়েছে নরসিংদী, হবিগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও যশোরসহ আরও বিভিন্ন জেলায়। আটক হয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন