দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন বাংলাদেশির মধ্যে দুইজন নিহত হয়েছেন। দেশটির ইস্কান্দার পুতেরি শহরে কারখানার একটি ভবনে আগুনে দগ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। নিহতরা হলেন-মুন্সীগঞ্জের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী ও একই জেলার আবুল কাশেমের ছেলে আবু তাহের।
আজ রবিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
নিউ স্ট্রেইট টাইমস বলেছে, মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) অগ্নিকাণ্ডে গুরুতর আহত দুই বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি গত শুক্রবার রাত ১০টায় মারা যায় এবং দ্বিতীয় ব্যক্তি গতকাল গভীর রাত ২টা ১৫ মিনিটে মারা যায়। জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এম. কুমারাসন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ভিতর তিন বাংলাদেশি শ্রমিকের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়।