মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাবি মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) ৮৫ বছর বয়সে মৃত্যু হয় তার।
আবদুল্লাহ ডিমেনশিয়ায় ভুগছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
আবদুল্লাহ’র জামাতা এবং দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন ইনস্টাগ্রাম স্টোরিতে এ খবর শেয়ার করেছেন। তিনি জানান, আবদুল্লাহ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (আইজেএন) মারা গেছেন।
আইজেএন জানিয়েছে, মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী, যিনি ‘পাক লাহ’ নামেও পরিচিত, ১৩ এপ্রিল সকালে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ার পর হাসপাতালে ভর্তি হন এবং করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সব চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও, তিনি (আবদুল্লাহ) তার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’
