খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে মাহেরা নাজনীনকে সভাপতি করে এডহক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীনকে সভাপতি এবং সমাজসেবক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ এর স্ত্রী শিক্ষানুরাগী সাবরিনা শরমীন আজমীকে (স্বর্ণা) সদস্য করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব কলেজের অধ্যক্ষ এবং সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া কলেজের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য নির্বাচিত হবেন।