০৮/১১/২০২৫, ০:০৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মা পালিয়ে যাওয়ায় মেয়েকে কটুক্তি, কিশোরীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তামান্না আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তামান্না নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তামান্না উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের মো. কামাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে তামান্নার মা পাখি আক্তার দগরিসারের একটি বেকারির কর্মচারী ও ময়মনসিংহের আলী নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। এ ঘটনার পর থেকেই তামান্না সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে কটূক্তি ও অপমানজনক মন্তব্যের শিকার হচ্ছিল। একদিকে মায়ের পরকীয়া নিয়ে গ্রামজুড়ে গুঞ্জন, অন্যদিকে বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের তির্যক দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে গভীর মানসিক চাপে পড়ে যায় সে। এসব অপমান ও যন্ত্রণা সহ্য করতে না পেরে তামান্না আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক কটূক্তি ও মানসিক যন্ত্রণার কারণেই তামান্না আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোন আটক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন