আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক বাংলাদেশ যুবদলের সমাবেশের সাফল্য কামনায় বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে শহরের পুরাতন বাজারস্থ বিএনিপর কার্যালয়ের সামনে থেকে বাগেরহাট জেলা যুবদর নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবালের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, গোলাম মহিউদ্দিন জিলানী, ওয়াসিমুল আজীম, শামীম হাসান, রিয়াসাত আল আজীম অভি, হাফিজুর রহমান হাফিজ, মোঃ আলআমিন হোসেন ও ইকবাল হোসেন।
এনএ/


