31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

মিটার ছাড়া ভাড়ায় জরিমানা, অসন্তোষ সিএনজি চালকদের

রাজধানীতে সিএনজি চালকদের অনিয়ম যেন নিত্যদিনের ঘটনা। নির্ধারিত মিটারের ভাড়া মানেন না অনেক চালক। যাত্রীদের হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়ত।

এই নির্দেশনা জানার পর ক্ষুব্ধ সিএনজি অটোরিকশার চালকরা। তারা বলছেন, একদিকে মালিকরা অতিরিক্ত জমার টাকা আদায় করে। অন্যদিকে বিআরটিএ পুলিশ দিয়ে মামলা দেয়।

এমন চলতে থাকলে মিটার বাতিলের দাবিতে আন্দোলনে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

তবে চালকদের এই যুক্তি মানতে নারাজ যাত্রীরা। তাদের দাবি, মিটার থাকলেও অধিকাংশ চালক সেটি চালু করেন না।

সিএনজি চালকদের অনিয়ম ঠেকাতে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। সংস্থাটির পক্ষ থেকে সিএনজি চালকদের দেয়া হয়েছে নতুন নির্দেশনা। তবে নিয়মের কঠোর প্রয়োগ ছাড়া এটি কতটা সফল হবে, তা নিয়েও আছে সংশয়।

সরকার নির্ধারিত ভাড়া মানতে বাধ্য করার লক্ষ্যেই এমন নির্দেশনা বিআরটিএ’র। তবে বাস্তবে এর কার্যকারিতা নির্ভর করবে কঠোর নজরদারির ওপর।

পড়ুন:সারাদেশে গ্যাসের তীব্র সংকট, প্রভাব সিএনজি স্টেশনগুলোতে

দেখুন:৫ লাখের সিএনজির দাম কেন ৩০ লাখ? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন