মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিক্ষোভের গতি কমেনি। প্রতিদিনই সড়কে নামছে প্রতিবাদকারীরা। আন্দোলন দমাতে তাই নতুন কৌশল নিয়েছে জান্তা সরকার। বিভিন্ন শহরে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক মাসেরও বেশি সময় কেটে গেছে। এর মধ্যেই বহু বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে এ প্রাণহানিও আন্দোলনের গতি কমাতে পারেনি। জান্তা সরকারকে সরাতে প্রতিদিনই ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান নতুন কিছু নয়। বারবার সেনাশাসনের কবলে বিপর্যস্ত হয়েছে রাষ্ট্র। তবে এবার ক্ষমতা দখল করে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছে জান্তা সরকার।
এবার দেশটির মানুষ প্রত্যক্ষ করেছে ইন্টারনেট ব্ল্যাকআউট, রাতভর সেনা অভিযান, অবৈধভাবে গ্রেপ্তার, বিক্ষোভকারীদের রাস্তায় ধাওয়া ও মারধর করার মত ঘটনা। দেখেছে তরুণ-যুবাদের প্রাণহানি। সবশেষ বিক্ষোভ দমাতে বিভিন্ন শহরে বিদ্যুত সংযোগও বন্ধ করে দিয়েছে জান্তা সরকার।
চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার। নিরাপত্তা পরিষদকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
সিমু/ফই
Leave a Reply