27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মিরপুরেই ঈদ উদযাপন নারী ক্রিকেটারদের

নারী বিশ্বকাপের বাছাইপর্ব পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে। ২০২৫ বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলও। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। সে কারণে ঈদুল ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের। ক্যাম্পে থাকা জ্যোতি-সোবহানা মোস্তারিরা ঈদ উদযাপন করছেন মিরপুরে।

আগামী ৩ এপ্রিল নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে। কিছুদিন আগে থেকেই শুরু হয় নারী দলের ক্যাম্প। যার অংশ হিসেবে গতকালও (রোববার) জ্যোতির নেতৃত্বাধীন দল অনুশীলন করেছিল। যদিও এদিন ছিল না মাঠের কোনো কার্যক্রম, ফিল্ডিং অনুশীলন হয়েছে কেবল।

আজ সোমবার নারী ক্রিকেটাররা ঈদ উদযাপন করেছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেটাররা। পরিবারের চেয়ে দূরে থাকা এসব ক্রিকেটারকে একসঙ্গে ঈদের সাজে গ্রুপ ছবি তুলতে দেখা গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়। টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠ— গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

পড়ুন : বাংলাদেশ আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ছাড়লো !

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন