20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

মিরপুরে রনক্ষেত্র, মাঠে গড়াবে কি দ.আফ্রিকা-বাংলাদেশ টেস্ট

আবারো উত্তাল মিরপুর। হামলা প্রতি হামলায় স্টেডিয়াম প্রাঙ্গণ এক রণক্ষেত্রে পরিণত। সাকিব ভক্তদের উপর হামলা করে সাকিব বিরোধী অন্য পক্ষ। মিরপুরের এমন পরিস্থিতিতে বন্ধ হওয়ার শঙ্কায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ১ম টেস্টের আগে।

সাকিব ভক্তদের দাবী সাকিবকে ছাড়া মিরপুর টেস্ট মাঠে গড়াতে দিবেনা। যেভাবেই হোক সাকিবকে মিরপুর টেস্ট খেলিয়ে অবসর দেওয়ার পক্ষে তারা।

সাকিব বিরোধী অন্য পক্ষ অবশ্য সাকিবকে দেখছেন স্বৈরাচারের দালাল হিসেবেই। তাদের দাবি মিরপুরের বুকে সাকিবকে দাঁড়াতেই দেওয়া হবেনা।

মিরপুরে আজ আন্দোলন ছাপিয়ে একাধিক হামলাও দেখা গেছে।

সাকিবকে মিরপুর টেস্টে খেলাতেই হবে এমন দাবিতে যারা স্লোগান দিচ্ছিলো তাদের উপর হামলা করে সাকিব বিরোধী অন্য পক্ষ্য।

পরিস্থিতি সামাল দিতে হয়েছে ব্যার্থ হয়েছে সেনাসদস্যরাও।

এমন পরিস্থিতিতে মিরপুর টেস্ট আদৌ মাঠে গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদি নিরাপত্তা ইস্যুতে দক্ষিণ আফ্রিকা এই টেস্ট না খেলে তবে পাকিস্তানের মতো বাংলাদেশেও দীর্ঘদিনের মতো বন্ধ হয়ে যেতে পারে আন্তর্জাতিক সিরিজ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন