23 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের

বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালাতে থাকে রোহিত শর্মার দল। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৫ রান তুলে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।

৩০.১ ওভারে আড়াইশ, ২৪.২ ওভারে ২০০। এভাবেই কানপুর টেস্টে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে দ্রুততম ৫০, ১০০, ১৫০ রানের বিশ্বরেকর্ডও গড়েছে রোহিত শর্মার দল।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি খেলা শুরু করে দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সাওয়াল। রোহিত ১১ বলে ২৩ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন জয়সাওয়াল।

এরপর ক্রিজে নেমে মারকুটে ব্যাটিং শুরু করেন শুভমান গিলও। ৫১ বলে ৭২ রান করে হাসানের বলে বোল্ড আউট হন জয়সাওয়াল। ৩৯ রান করা শুভমান গিলকে সাজঘরে ফেরান সাকিব। এরপরই ৯ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন ঋষভ পান্থ।

এরপর দলের হাল ধরেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। তবে ৪৭ রান করে সাকিবের তৃতীয় শিকার হন বিরাট কোহলি।

বিরাট আউট হলেও অপর প্রান্তে ফিফটি তুলে নেন রাহুল। ১৩ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। ৬৮ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন রাহুল। শেষ দিকে আকাশ দ্বীপ ১২ রানে আউট হলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

বাংলাদেশের হয়ে দারুন বোলিং করেন সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। উভয়ই চারটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ১ উইকেট নেন পেসার হাসান মাহমুদ।

এর আগে কানপুর টেস্টে টানা দুই দিন পর মাঠে নামার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা। ১০৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়েছে। ১০৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক।

ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশ দ্বীপ দুটি করে উইকেট নেন। আর এক উইকেট করেছেন রবিন্দ্র জাদেজা

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। চতুর্থদিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে শান্তদের সংগ্রহ ২৬ রান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন