25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মুক্তিযোদ্ধাদের বয়সসীমা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। বুধবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে এর শুনানি চলছে।

এর আগে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ন্যূনতম বয়স নির্ধারণ করে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে ৩টি গেজেট প্রকাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

এসব গেজেটে মুক্তিযোদ্ধা হতে হলে ১৩ বছর এবং সর্বশেষ গেজেটটিতে ১২ বছর ৬ মাস বয়স নির্ধারণ করা হয়।পরে এসব গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে ১৫টি রিট করা হয়।

সেই রিটের পর জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গত ১৯ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। ওই রায়ে মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে জারি করা গেজেট ও আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয়। রায়ে হাইকোর্ট বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বয়সের ফ্রেমে বাধা যাবে না।’

এ রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষে। তবে আওয়ামী লীগ সরকারের সময় সেই রায় স্থগিত করেন চেম্বার আদালত ও আপিল বিভাগ।

পড়ুন : বয়সসীমা নির্ধারণ করে দেয়া হাইকোর্টের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’

দেখুন : গাজীপুরে পুলিশের অবসরপ্রাপ্ত বীরসংবর্ধনা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন