ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে, সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল সকালে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। অভিযোগ করেন, সন্ত্রাসী ও ভূমিদস্যু সালাউদ্দিন সরকার তার জমি জবরদখল করেছে। এমনকি তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। মামলা করলে এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন এই মুক্তিযোদ্ধা। চিহ্নিত এই ভূমিদস্যুর বিচার দাবী করেন তিনি।