21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মুক্তি পাচ্ছে রাফীর আরও একটি থ্রিলার

চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী বড় পর্দার পাশাপাশি রয়েছে ছোট পর্দাতেও ব্যস্ত। এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে তার ওয়েব থ্রিলার ফিল্ম ‘মায়া’। এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এর গল্পে দেখানো হবে পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের জীবন, যা ফুটে উঠেছে প্রকাশিত টিজারে।

নতুন ওয়েব ফিল্ম নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমার নতুন ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। যার কারণে দর্শকরা সহজেই গল্পের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনী নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, দর্শকরা এটি উপভোগ করবেন।’

এই ওয়েব ফিল্মটির মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। ইমনের পাশাপাশি এতে অভিনয় করছেন সারিকা। রায়হান রাফী নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন