27.5 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়

সব মামলা থেকে খালাস পেয়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

কারা সূত্র থেকে জানা যায়, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথি এসেছে। আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

প্রায় ১৭ বছর ধরে কারাবন্দি রয়েছেন তিনি। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি।

গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে।

এদিকে বাবরের মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন। কারাগার থেকে তাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষ হয় এবং একে একে মামলা থেকে খালাস পান বাবর।

এনএ/

আরও পড়ুন: আদেশ পৌঁছেনি, আজই মুক্তি পাচ্ছেন না বাবর: কারা অধিদফতর

দেখুন: যেভাবে খালাস পেতে পারেন মৃ*ত্যুদন্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন