30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

অবশেষে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম খুশামদিদ’

বহু প্রতীক্ষা এবং জল্পনা-কল্পনার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইসাবেল কাইফ ও পুলকিত সম্রাট অভিনীত রোমান্টিক-কমেডি-ড্রামা সিনেমা ‘সুস্বাগতম খুশামদিদ’।

সিনেমাটি গত বছর নির্ধারিত তারিখে মুক্তি পেতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে। তবে চলতি বছরের ১৬ মে এটি প্রেক্ষাগৃহে আসছে।

সম্প্রতি প্রকাশিত ট্রেলার দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পুলকিত সম্রাট ও নবাগত ইসাবেল কাইফের অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটি ভালোবাসা, ঐক্য এবং গ্রহণযোগ্যতার শক্তি নিয়ে আবেগঘন বার্তা দিতে নির্মিত হয়েছে। এতে তুলে ধরা হবে আন্তঃসাংস্কৃতিক প্রেমের একটি বিশেষ গল্প, যা বিভক্ত সমাজে ঐক্যের গুরুত্ব প্রকাশ করবে।

এ বিষয়ে ইসাবেল কাইফ বলেছেন, এ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পুলকিত ও পরিচালক ধীরাজের সঙ্গে কাজ করে তিনি দারুণ সময় কাটিয়েছেন। পুলকিত সম্রাটও তার সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে, এত বাধা ও তারিখ পরিবর্তনের পর অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে এবং এটি দর্শকদের জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে।

ধীরাজ কুমারের পরিচালনায় এই সিনেমায় ইসাবেল ও পুলকিত ছাড়াও অভিনয় করেছেন অরুণ বালি, মেঘনা মালিকসহ অনেকে। এটি রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে।

এনএ/

দেখুন: নির্মাতা ইফতেখার চৌধুরীর নতুন চলচ্চিত্র “মুক্তি” | নাগরিক বিনোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন