১৪/০৬/২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ

মুক্তির ৩ দিনে কত আয় করল তারকাবহুল ‘হাউসফুল ৫’

তরুণ মনসুখানি পরিচালিত ‘হাউসফুল ৫’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। গত শুক্রবার (৬ এপ্রিল) প্রায় ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তারকাবহুল এই সিনেমা ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

বক্স অফিসের দেওয়া তথ্যমতে, মুক্তির প্রথম দিনে ২৪ কোটি টাকা আয় করেছে ‘হাউসফুল ৫’। এরপর সমালোচকদের থেকে ইতিবাচক পর্যালোচনা ও রেটিং পেয়েছে ছবিটি। 

যে কারণে দ্বিতীয় দিনে সিনেমার আয় ২৯% বৃদ্ধি পায়। ফলে অক্ষয়ের ছবি মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে কালেকশন দাঁড়ায় ৩১ কোটি টাকা। 

স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘হাউসফুল ৫’ ছবিটি এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে তৃতীয় দিনে আয় হয়েছে ৩০ কোটি ১৬ লাখ টাকা। তবে সামনের দিকে এই আয়ের পরিমাণ আরও বাড়তে পারে। 

বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, রোববার বন্ধের দিনে ছবিটির আয় হতে পারে প্রায় ৩৫ কোটি রুপি। যদিও আনুষ্ঠানিক পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি, তবে ভক্তদের সঠিক সংখ্যার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় বক্স অফিসে ‘হাউসফুল ৫’ প্রথম সপ্তাহান্তে মোট আয় হয়েছে প্রায় ৮৫ কোটি ১৬ লাখ টাকা। আর বিশ্বব্যাপী বক্স অফিসে দ্বিতীয় দিন পর্যন্ত ৯০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

এদিকে রোববার অক্ষয় কুমারকে প্রেক্ষাগৃহের বাইরে মাস্ক পরে মানুষের কাছ থেকে ছবিটির রিভিউ নিতে দেখা গেছে। অনেকেই ছবিটির প্রশংসা করলেও অক্ষয় কুমারকে চিনতে পারেননি। 

অক্ষয় কুমার ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নানা পাটেকর, জ্যাকলিন ফার্নান্ডেজ, সৌন্দর্য শর্মা, কৃতি খারবান্দা, কৃতি শ্যানন, নার্গিস ফাকরি, অভিষেক বচ্চন, ফারদিন খান, জন আব্রাহাম, নোরা ফাতেহি এবং জ্যাকি শ্রফ। 

সিনেমাটি ইতোমধ্যেই অক্ষয় কুমারের অনেক ছবির রেকর্ড ভেঙেছে। এবার লাইফটাইম কালেকশনের নিরিখে এর ফিগার কোথায় পৌঁছায় সেটাই দেখার।

পড়ুন: ঐতিহ্যবাহী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট

দেখুন: নরসিংদী কারাগারে কয়েদির মৃ/ত্যু, স্বজনদের ক্ষোভ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন