০৮/০৭/২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ
25 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২৩:৫৫ অপরাহ্ণ

মুক্তির এক সপ্তাহ না যেতেই পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

মুক্তির এক সপ্তাহ না যেতেই হাজার কোটি ছুঁই ছুঁই আয় করে ফেলেছে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। রিলিজের দিন থেকে চতুর্থ দিনেও সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে রেকর্ড গড়েছে এ ছবি।

সোমবার স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।

 পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড
পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।

মুক্তির এক সপ্তাহ না যেতেই পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড
মুক্তির এক সপ্তাহ না যেতেই পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।

ধারণা করা হচ্ছে, একের পর রেকর্ড ভেঙে আয়ের ধারা এভাবে চলতে থাকলে সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি কেও ছাড়িয়ে যাবে ‘পুষ্পা টু’র আয়।

টিএ/

দেখুন: ‘আমাদের এই মুক্তি, আমাদের স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না’

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন