28.4 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

‘মুজিব’ সিনেমা নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া 

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, যিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, সম্প্রতি সিনেমা নিয়ে একটি পডকাস্টে আলোচনা করেছেন। সিনেমাটি মুক্তির পর দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়ালেও, কিছুদিন পর তাকে ব্যক্তিগতভাবে কটাক্ষের শিকার হতে হয়, বিশেষত তার শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কারণে। সম্প্রতি, ফারিয়া তার অভিনয় নিয়ে উত্থাপিত বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন এবং নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন।

ফারিয়া বলেন, “আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই। আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশাল এই সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল—এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। আমি বলতে চাই, এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে, সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি, তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।”

তিনি আরও বলেন, “এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনও করছি, তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।” তিনি স্পষ্ট করেছেন যে, যেহেতু সিনেমাটি একটি দেশের সরকারী প্রকল্পের অংশ ছিল, তাই সেই কাজকে পরিহার করা সম্ভব ছিল না, যদিও তিনি কিছু বিষয় নিয়ে নিজের পছন্দ নাও থাকতে পারেন।

এছাড়া, ফারিয়া ছাত্র আন্দোলন নিয়ে তার ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটি দেখতে পাবেন।” এর মাধ্যমে ফারিয়া তার অবস্থান স্পষ্ট করেছেন এবং বলেছেন, ভুলকে মেনে নেওয়া উচিত।

প্রসঙ্গত, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার জন্য ফারিয়ার চরিত্রটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।

তিনি সেই চরিত্রে জীবনের পাঁচ বছর ব্যয় করেছেন, বিশেষ করে একটি নির্দিষ্ট শারীরিক অবস্থা বজায় রাখতে এবং নিজের চুলের রঙ পরিবর্তন না করে চরিত্রটিকে জীবন্ত করে তোলার জন্য। এই সিনেমার জন্য অনেক পরিশ্রম করেছিলেন তিনি, যা তার মতে কোনো অনুশোচনার কারণ হতে পারে না। তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিকে, ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি দর্শকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এবং ইতিমধ্যে ‘কন্যা’ গানটি ব্যাপক প্রশংসা পেয়েছে। তার পাশাপাশি আবদুন নূর সজলও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

ফারিয়ার এই সিনেমার কীর্তির পর, চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা এবং তার কাজের প্রতি শ্রদ্ধা এখনো অটুট। অভিনেত্রী হিসেবে তিনি যে পরিশ্রম এবং উৎসাহ দিয়ে সিনেমায় কাজ করেছেন, তার প্রশংসা তাই স্বাভাবিক। চলচ্চিত্রের সাথে তার সম্পর্ক একধাপ এগিয়ে গেছে এবং তিনি আগামীতেও আরও একাধিক সফল কাজ উপহার দেওয়ার প্রত্যাশা করছেন।

পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

দেখুন: মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন